মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট পুণঃ নিরীক্ষণের আবেদন ২০২২|মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২২|MBBS Result Board challenge 2022|
তোমারা যারা ২০২১-২০২২ মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করেছিলে। তোমরা সকলেই জান যে,৫ ই এপ্রিল তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে।
তোমাদের মধ্যে অনেকই চান্স পেয়েছ। আবার অনেকই চান্স পাও নি। তোমরা যারা চান্স পাও নি। তোমরা যদি মনে কর যে আমার পরিক্ষা ভালো হয়েছে কিন্তু, আমি চান্স পাই নি।
তাহলে, আমি তোমাদেরকে বলব যে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট পুণঃ নিরীক্ষণের জন্যও আবেদন কর।ভাগ্য ভালো থাকলে চান্স পেয়ে যেতে পার।
কেন না, প্রতিবছরই বেশির ভাগ শিক্ষার্থী রেজাল্ট পুণঃ নিরীক্ষণের জন্যও আবেদন করে চান্স পেয়ে থাকে। তাই আমি মনে করি যদি ভালো পরিক্ষা দিয়ে থাক তাহলে
রেজাল্ট পুণঃ নিরীক্ষণের আবেদন করে দেখতে পার।
আবার,তোমাদের মধ্যে যারা চান্স পেয়েছ কিন্তু, এই ফলাফল পেয়ে তুমি সন্তুষ্ট নয়। তুমি মনে কর যে এর চেয়ে ভালো মেডিকেলে তোমার চান্স পাওয়ার কথা ছিল কিন্তু পাও নি। চাই তুমিও রেজাল্ট পুণঃ নিরীক্ষণের জন্যও আবেদন করতে পারবে।
[বিশেষ বিঃদ্রঃ চান্স পাওয়া শিক্ষার্থী আবেদন করলে আবার ফলাফল কমও আসতে পারে। ভেবে চিন্তে ফলাফল পুণঃনিরীক্ষণের জন্যও আবেদন করতে হবে। নিজের উপর বিশ্বাস থাকলে তবেই আবেদন করুন। ]
মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট পুণঃনিরীক্ষনের আবেদন করার নিয়মঃ
টেলিটক সিমের মাধ্যমে এসএমএসের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট এর পুণঃ নিরীক্ষণ আবেদন করা যাবে।
এজন্য টেলিটকের যেকোনো প্রিপেইড মুঠোফোন থেকে আবেদন করা যাবে। এজন্য মুঠোফোনের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে DGHS স্পেস RSC স্পেস ROLL NO লিখে পাঠাতে হবে 16222 এই নাম্বারে।
ফিরতি এসএমএসে আবেদন কারী একটি পিন নম্বর পাবেন।ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে DGHS স্পেস RSC স্পেস YES স্পেস PIN নম্বর লিখে পাঠাতে হবে 16222 এই নম্বরে। এরপর প্রাপ্তি স্বীকার একটি এসএমএস পাবেন আবেদনকারী।
পুণঃ নিরীক্ষণের জন্যও আবেদন চার্জ কাটা হবে ১০০০ টাকা।
এসএমএস পাঠানোর নিয়মঃ
1st SMS:
DGME <space> RSC <space> Exam Roll Number
Now send the Message to 16222
Example:DGME RSC 1234567( Send 16222)
2nd SMS:
DGME<space> RSC <space> YES <space> PIN Number
Now send the Message to 16222
Example:DGME RSC YES 1234567 Send 16222
Post a Comment
Post a Comment