How to apply for new nid card 2022|নতুন ভোটার হওয়ার আবেদন ২০২২|Nid card online application 2022|Nid|
বাংলাদেশের এনআইডি ফরম পুরণ এবং অনলাইনে নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন গ্রহণ করছে। বাংলাদেশের নাগরিক এবং জন্ম নিবন্ধন কার্ড আছে এমন যে কেউফর্ম পুরণ এবং service.nid.gov.bd নিয়ম অনুসরণ করে একটি নতুন NID কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে, আপনি নতুন একটির জন্য আবেদন করতে পারেন। তাই ফর্ম পুরণ করে কিভাবে নতুন ভোটার হওয়ার জন্য ও আবেদন করবেন তা দেখিয়ে দিব।
আপনি কি ২০১৯ সালে ভোটার হতে পারেন নি।আপন কি জানেন যে ২০১৯ বাদ পড়া সকল নাগরিক গণ চাইলেই নতুন করে ভোটার হতে পারবেন। তবে কিছু নিয়ম মেনে আপনাকে ভোটার হতে হবে।
ভোটার হতে কি কি নিয়ম মানতে হবেঃ
ভোটার হওয়ার নিয়ম ফরমের মাধ্যমে এবং অনলাইনে মাধ্যমে আপনি নতুন ভোটার হওয়ার জন্যও আবেদন করতে পারবেন।
ভোটার হতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। তারপর আপনি কি কারণে ২০১৯ সালে ভোটার হতে পারেন নি। তার নিদিষ্ট একটি কারণ দেখাতে হবে।
কারণ হতে পারে যেমন তখন আপনার বয়স ১৮+ হয় নি। আপনি নিজ এলাকায় ছিলেন না চাকরিরত অবস্থায় ছিলেন। এছাড়াও আপনি দেশের বাহিরে ছিলেন। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে। তবে নিদিষ্ট কারণ আপনাকে দেখিয়ে তারপর ফরম পুরণ করতে হবে।
ফর্ম পুরণ করতে কি কি লাগবে জেনে নিনঃ
নতুন ভোটার হওয়ার জন্য ও আপনার কাছে পপার কিছু ডকুমেন্টস থাকতে হবে। যেমনঃ
১/ আপনার জন্মনিবন্ধন।
২/আপনার পিতা ও মাতার আইডি কার্ড।
৩/স্বামী বা স্ত্রীর এন আইডি কার্ড ( বিবাহিত হলে সেক্ষেত্রে প্রযোজ্য)
৪/রক্তের গ্রুপ
৫/ স্কুল সাটিফিকেট (যদি থাকে)
৬/মোবাইল নাম্বার
ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কিভাবে নতুন ভোটার ফর্ম পূরণ করবঃ
ফর্ম পুরণ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিও টি দেখুন।
১ নং থেকে ৪৬ নং পর্যন্ত প্রত্যেকটি ধাপ কিভাবে পূরণ করতে হয় বলে দিয়েছি।
তবে, ১ নং থেকে ২৪ নং পর্যন্ত আবেদন কারী বা লিখতে পড়তে জানে এমন ব্যক্তি পূরণ করতে পারবে। আর বাকি গুলো নির্বাচন অফিসে জমা দিলেই তারা পূরণ করে দিবে। এর মধ্যে কিছু আছে লিখতে হবে না।
এই ফর্ম পুরণ করতে হলে ৩৪ নং এ একজন শনাক্তকারী Nid নাম্বার এবং সাক্ষর লাগবে।
শনাক্তকারী হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক বা ওয়ার্ড মেম্বারপদপ্রাথী।
#Nidcard2022#Nationalidcard2022#Bdidcard2022
Post a Comment
Post a Comment