Paid-by-banglait.xyz

Social link

Breaking News

স্বাগতম

সময় বিডি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার আন্তরিক সহযোগিতা আমাদের কাম্য।

Tag

Featured Post

ডাটা ছাড়া আনলিমিডেট ফ্রি ফেসবুক ব্যবহার করুন রবি ও এয়ারটেল সিমে | Use Unlimited Free Facebook Without Data on Robi and Airtel SIM

ডাটা ছাড়া আনলিমিডেট ফ্রি ফেসবুক ব্যবহার করুন রবি ও এয়ারটেল সিমে। ফ্রেসবুক ও মেসেঞ্জার ফ্রি  আমরা যারা ফ্রেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করি অনেক সময় আম…

সময় বিডি |°কিশোরগঞ্জে শতবর্ষী শিশু! এক ভুলেই বেড়ে গেছে ১০০ বছর | Somoybd |107 Years Child|Anika Jahan Sathu|somoy bd

Post a Comment


প্রথম শ্রেনীর এক শিক্ষার্থী বয়স ১০৭ বছর। এমন ব্যক্তি খুজে পাওয়া গেছে কিশোরগঞ্জের পাকন দিয়ায়। 


কিশোরগঞ্জের সৈয়দ গাও এলাকার ওয়াসীম মিয়ার মেয়ে আনিকার বয়স ১০৭ বছর। না দর্শক আসলে এটি কোনো প্রকৃত বয়স নয়। কারণীক ভুলে জন্ম সনদে বয়স বেড়েছে ১০০ বছর। 

এমন ঘটনা কিশোরগঞ্জের পাকন দিয়ায়। জন্ম সনদে ভুলের কারণে ভোগান্তি পোয়াতে হচ্ছে শিশুটির পরিবারকে। মিলছে না উপবৃক্তির টাকা। 


পড়ালেখায় বেশ মনযোগী আনিকা জাহান সেতু। 

আনিকা জাহান সেতু মা বাবাকে ছেড়ে নানার বাড়িতে মানিয়ে নিয়েছে বেশ। সব কিছু ঠিক ঠাক থাকও গোল ভেদেছে আনিকা জাহান সেতুর বয়স নিয়ে। 


কিশোরগঞ্জ এর পাকন দিয়ায় সৈয়দ গাও এলাকার ওয়াসীম মিয়ার মেয়ে আনিকা জাহান সেতুর প্রকৃত বয়স সাড়ে সাত বছর। 


কিন্তু, আনিকা জাহান সেতুর বয়স কাগজে কলমে শতবর্ষী


করণীক ভুলে জন্মনিবন্ধনে জন্ম সাল  ২০১৪ সালের জায়গায় উঠেছে ১৯১৪ সাল। 


সংশোধনীর জন্যও ধারে ধারে ঘুড়ছেন শিক্ষার্থীর অভিভাবকরা। এই ভুলের কারণে মিলেনি উপবৃক্তির টাকা ও। 


স্কুলে ভর্তির সময় ধরা পড়ে বয়সের ভুলের বিষয়টি ধরা পড়ে। তখন টিকার কার্ড দিয়ে ভর্তি নিলেও দ্রুত জন্ম সনদ সংশোধন করার পরামর্শ দেন শিক্ষকরা। 


পৌরসভার মেয়র বলছেন ভুল সংশোধন কার্যক্রম  চলতে। এই ১০৭ বছর বয়স ভুল বশত হয়ে গেছে। তবে ভুল সংশোধন এখন প্রক্রিয়াধীন আছে। 


শিশুটির জন্ম সনদ সংশোধনের ব্যবস্থা করার  কথা জানিয়েছেন উপজেলার কর্মকর্তাও। উপজেলা কর্মকর্তা বলেন এই বিষয়টি আমি অবগত হাওয়ার পর থেকে জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সংশোধন করার ব্যবস্থা করেছি। 


পরিবারে আর্থিক অন্টন ও স্কুল কাছে থাকায় নানা বাড়িতে থেকে লেখাপড়া করছে আনিকা জাহান সেতু। 


Related Posts

Post a Comment