পরে অ্যাপটি ওপেন করতে হবে।
বলে রাখা ভালো অ্যাপ টি ওপেন করার সময় Allow চাইবে Allow করে দিবেন।
তারপর,
আপনার যে নাম্বারটিতে বিকাশ একাউন্ট খোলা আছে সেই নাম্বার টি টাইপ করুন।
পরে,
আপনার সেই নাম্বারে একটি অটপিকোড যাবে।তবে বলে রাখা ভালো যে, যে নাম্বার টি টাইপ করবেন সেই নাম্বারটি যাতে অন্য মোবাইল ফোনে না থাকে।
আপনার এন্ডুয়েড ফোনেই থাকে নয়,কোড পাবেন না।
তারপর,
স্কেন করে কোড টি নেওয়া হবে এবং পরে পিন নাম্বার দিয়ে ড্যাশবোর্ড প্রবেশ করুন।
তারপর,
উপরে ডানপাশে একটি বিকাশ লোগো পাবেন সেখানে ক্লিক করুন।
তারপর দেখবেন যে,
"রেফার করুন "
নিচে দেওয়া থাকবে যে "নিয়ম ও শর্তাবলী"
সেখানে অর্থাৎ "নিয়ম ও শর্তাবলী" ক্লিক করুন এবং দেখে নিন।
তারপর, রেফার করুন বাটন ট্যাপ করে রেফারাল লিংক শেয়ার করুন।
তারপর আপনার রেফার করা লিংকে ক্লিক করে যদি কেউ বিকাশ অ্যাপস ব্যবহার করে এবং কোনো প্রকার টান্সেলেশন যেমনঃ মোবাইল রিচার্জ,সেন্ডমানি, ক্যাশ আউট ইত্যাদি করলেই আপনি পাবেন ১০০ টাকা রেফার বোনাস।
"বিস্তারিত দেখুন" এই অপশনে ক্লিক করে আরো জানতে পারবেন। ধন্যবাদ।
Post a Comment
Post a Comment